পাকিস্তানকে তাদেরই মাটিতে ধবলধোলাই করার আনন্দ বাংলাদেশ দলের। আজ রাওয়ালপিন্ডিতে

বাংলাদেশের টেস্ট সিরিজ জয় মানেই যেন প্রতিপক্ষকে ধবলধোলাই। পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে পঞ্চম টেস্ট সিরিজ জেতা বাংলাদেশ সর্বশেষ চারটি সিরিজই জিতেছে প্রতিপক্ষকে ধবলধোলাই করে। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টটি অনেক রেকর্ডই উপহার দিয়েছে।


প্রথম ইনিংসে ২৬ বা এর চেয়ে কম রানে প্রথম ৬ উইকেট খোয়ানোর পর টেস্ট জেতা তৃতীয় দল বাংলাদেশ। ১৮৮৭ সালে সিডনিতে ১৭ রানে ৬ উইকেট খোয়ানো ইংল্যান্ডই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। এরপর ১৯৯৯ সালে কলকাতায় ২৬ রানে ৬ উইকেট খোয়ানোর পরও ভারতকে হারায় পাকিস্তান।

১৮৫

টেস্টে তৃতীয় সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জিতল বাংলাদেশ। বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, ২০০৯ সালে গ্রেনাডায়।


টেস্টে বাংলাদেশের ২১তম জয়, দেশের বাইরে ৮ম।



আফগানিস্তান ও আয়ারল্যান্ড ছাড়া অন্য ৯টি দলের কাছেই ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের স্বাদ পেল পাকিস্তান। এই অভিজ্ঞতা নেওয়া অন্য দলটির নাম বাংলাদেশ।

১০

ঘরের মাঠে টানা ১০ টেস্টে জয়হীন পাকিস্তান (৬ হার, ৪ ড্র)। একুশ শতকে জিম্বাবুয়ে ও বাংলাদেশ ছাড়া ঘরের মাঠে এত ম্যাচে জয়হীন থাকেনি অন্য কোনো দল।




C